লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলা শাখা আয়োজনে ইমাম ও খতিবদেরকে নিয়ে মতবিনিময় সভা ও অসহায় ইমাম খতিবদের আথিক সাহায্য প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬জুন) তাড়াশ উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন তাড়াশ উপজেলা ফিল্ড সুপারভাইজার মো: আনিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন তাড়াশ উপজেলা মডেল কেয়ারটেকার এস এম আব্দুল মাজিদ।
উপজেলা সাংগঠনিক সম্পাদক মাও: মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জামশেদ কবির, সহ সভাপতি মাও:মোখতার হুসাইন, মুফতি মাওলানা রায়হান আলী, মুফতি মাওলানা মো: জিয়াউর রহমান, মাওলানা আব্দুস সালাম ওসমানী, মাওলানা রেজাউল করিম, মাওলানা গোলাম কিবরিয়া প্রমূখ।
পরে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলার শাখার পক্ষ থেকে অস্বচ্ছল ও অসহায় ইমাম খতিবদের আথিক সাহায্য প্রদান করা হয়।
x7g84x
4mv8wt
qrm21x
oo9qsc
gkjfhq
lk3s3v
xyyyza
of course like your website however you need to take a look at the spelling on several of your posts. Several of them are rife with spelling problems and I in finding it very bothersome to inform the truth on the other hand I?¦ll surely come back again.
99yf2u
k54vga