স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ভাঙ্গুড়া উদ্যোগে অসহায়, দুঃস্থ, গরিব ও শ্রমজীবীদের মাঝে রাতে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার রাতে ভাঙ্গুড়ার বিভিন্ন সুধী জনের আর্থিক সহযোগিতায় ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড ও বড়াল ব্রীজ রেল স্টেশন এলাকায় অসহায়, দুস্থ, গরিব, পথচারী ও শ্রমজীবীদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ভাঙ্গুড়ার প্রতিষ্ঠাতা গোলাম রাব্বি,উপদেষ্টা রাশেদুল ইসলাম রঙ্গন, প্রতিষ্ঠাতা স্টুডেন্ট কেয়ার,সংবাদ এর উপজেলা প্রতিনিধি মো: রায়হান আলী, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি মো: মাসুদ রানা বিশিষ্ট ব্যবসায়ী সুন্দর আলী, মো:জহুরুলইসলাম,পরিচালক, নিরাপদ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার,সায়হাম শাওন, পরিচালক, বিগ জায়ান্ট আইটি,ডাঃ মোঃ আরিফুল ইসলাম, উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙ্গুড়া, শ্রমিক নেতা জহুরুল ইসলাম জহির,বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিলন ,মোঃ জাহিদুর রহমান খান দুলাল পরিচালক হেরার আলো কোচিং সেন্টার, স্কাউট লিডার রাফি আহমেদ সহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ভাঙ্গুড়ার সভাপতি ওমর ফারক, সাধারন সম্পাদক শাকিল আহমেদ এবং অন্যান্য সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
Your writing stimulates vivid scenes, painting a clear picture in the reader’s mind. It’s like watching a story unfold.
I’m not sure where you are getting your info, but good topic.
I needs to spend some time learning much more or understanding more.
Thanks for great information I was looking for this information for my mission.
I’m grateful for the examples you shared; they made it easier to understand.
I’m definitely going to share this post with my buddies and audience.