কালের বেলা ডেস্ক >>
বাংলাদেশ সরকার সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই হামলায় অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে আগামীকাল রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, অতীতে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর সমন্বয়ে বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে। যেমন, ২০০২ সালে ‘অপারেশন ক্লিন হার্ট’ এবং ২০১৬ সালে ‘অপারেশন থান্ডার বোল্ট’। এই ধরনের অভিযানগুলোর মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে সরকার পদক্ষেপ নিয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘অপারেশন ডেভিল হান্ট’ আজ থেকে শুরু হয়েছে, এবং এর বিস্তারিত আগামীকাল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।
Your words have a soothing effect on my soul. Thank you for creating such a tranquil space online.
I sincerely appreciate the way your words resonates your authentic personality, creating a delightful connection.
I couldn’t agree more with your views on the subject. You’ve provided some helpful insights that will help people understand the matter better.
Your blog consistently captures my attention throughout. I can’t help but stop reading before consuming every word you write.