সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
তালম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যেগে বিনামূল্যে ” রক্তের গ্রুপ নির্ণয় সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ১ তাড়াশ পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি রফিক সম্পাদক তাহের ভাঙ্গুড়ায় মসজিদ কমিটির অর্থ আত্মসাৎ এর প্রতিবাদ করায় হুমকি, থানায় অভিযোগ তাড়াশে ভুট্টা গাছের সাথে এ কেমন শত্রুতা! তাড়াশে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সুফলভোগীদের মানববন্ধন তাড়াশ পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি মতিন সম্পাদক নুরুল ইসলাম তাড়াশে এলজিইডির রাস্তায় হঠাৎ ব্রিজ উধাও উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ০২! তাড়াশে প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

বিদায়ি অর্থবছরে বৈদেশিক খাত সবচেয়ে অস্থির ছিল

কালের বেলা ডেস্ক >> / ১৩৮ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ২:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বিদায়ি অর্থবছরে বৈদেশিক খাতে সবচেয়ে অস্থির সময়ের মুখোমুখি হয়েছে। ২০২২ অর্থবছর থেকে এ অস্থিরতা শুরু হয়েছে। ওই সময়ের মধ্যে বৈদেশিক খাতের সব সূচকে অবনতি ঘটেছে রেকর্ড পরিমাণে।রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহে ওঠানামা করছে। ডলারের প্রবাহ কম থাকায় আমদানি নিয়ন্ত্রণ করা হয়েছে। এতে শিল্পোৎপাদনে প্রবৃদ্ধি কমেছে। ডলারের বিপরীতে টাকার মান কমানো হয়েছে। বৈদেশিক মুদ্রার আর্থিক হিসাব ও সার্বিক হিসাবে ঘাটতি হয়েছে। এসব কারণে মূল্যস্ফীতিতেও চাপ পড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে নতুন অর্থবছরে মুদ্রানীতিকে আরও কঠোর করতে হতে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত ‘মুদ্রানীতি পর্যালোচনা ২০২৩-২৪’ শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবছর কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদনটি প্রকাশ করে। বিদায়ি অর্থবছরের মুদ্রানীতির বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা ও অর্জনের তথ্যও এতে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার বাড়ছে। চারটি কারণে এ হার বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও বিদ্যুৎ এবং গ্যাসের মূল্যবৃদ্ধি।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বাংলাদেশের বৈদেশিক খাতে অস্থিরতা শুরু হয়। এ অস্থিরতা পরে দেশের পুরো অর্থনীতিকে আক্রান্ত করে। এর ক্ষত অর্থনীতিতে এখনও চলমান রয়েছে। বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি কমে এখন আবার উদ্বৃত্ত হয়েছে।

সূত্রমতে, রপ্তানি আয়ের বাড়তি তথ্য বাদ দেওয়ার ফলে চলতি হিসাব আবার ঘাটতিতে চলে গেছে। একই সঙ্গে আর্থিক হিসাব ও সার্বিক বৈদেশিক মুদ্রার হিসাবে ঘাটতি আরও বেড়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য ঘাটতি কমেছে। বৈদেশিক মুদ্রার স্থিতিপত্রের ঘাটতিও কমেছে। তবে আর্থিক হিসাব ও সার্বিক বৈদেশিক মুদ্রার হিসাবে ঘাটতি থাকায় ডলারের বিনিময় হারে চাপ অব্যাহত রয়েছে। এ কারণে টাকার মান কমাতে হচ্ছে। যা মূল্যস্ফীতিতে চাপ বাড়িয়ে দিচ্ছে। ডলার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণ করায় এ খাতের শিল্প উৎপাদন কমেছে। বিদায়ি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি কমে গেছে। কৃষিতেও প্রবৃদ্ধি হয়েছে ধীর।

এতে বলা হয়, বাজারে বিনিময় হারে স্থিতিশীলতা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত রেখেছে। এতে রিজার্ভ কমেছে। বাজারে ডলারের ওপর চাপও কিছুটা কমেছে। ডলারের বিনিময় হারে যে ক্রলিং পেগ পদ্ধতি চালু করা হয়েছে। তা অব্যাহত রাখবে কেন্দ্রীয় ব্যাংক। তবে প্রয়োজন অনুসারে এর দামে সমন্বয় সাধন করবে। অর্থাৎ প্রয়োজন হলে ডলারের দাম আরও বাড়াবে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করেছে। অনেক দেশ প্রত্যাশার চেয়ে বেশি কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ বর্তমানে বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। একই সঙ্গে অর্থনীতিতে অনেক সম্ভাবনার দুয়ারও খুলেছে। এসব বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক টেকসই সম্প্রসারণের লক্ষ্যে নীতি কৌশল গ্রহণ করছে। ফলে চলতি অর্থবছরে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে মনে করছে।

এদিকে চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হলে মুদ্রানীতিকে আরও সংকোচনমুখী করা ছাড়া কোনো বিকল্প নেই। তা নতুন মুদ্রানীতিতে বিভিন্ন খাতে লাগাম টানা হবে। তবে উৎপাদন খাতে জোগান বাড়ানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর