শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্র শিবিরের সংবর্ধনা সিরাজগঞ্জে পুলিশি চাঁদাবাজি-হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ দীর্ঘ প্রতীক্ষার অবসান: স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উল্লাপাড়ায় তাঁতশিল্প কারখানায় সন্ত্রাসী হামলা আহত ৩, গ্রেপ্তার ৩ ত্যাগী ও সংগ্রামীদের মূল্যায়নে নতুন কমিটি পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাদ্রাসার ১০০ শিশু-কিশোরের সঙ্গে মধ্যাহ্নভোজে আবেগাপ্লুত বিএনপি নেতা এনামুল হক তাড়াশে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্থায়ী ক্যাম্পাস দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত তাড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাদ্রাসার ১০০ শিশু-কিশোরের সঙ্গে মধ্যাহ্নভোজে আবেগাপ্লুত বিএনপি নেতা এনামুল হক

মো: এনামুল হক >> / ৪৫ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ

মো: এনামুল হক >>

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জে এতিম শিশু-কিশোরদের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন করলেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক।
গত ১৭ বছর ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন গোপনে করে এলেও, এ বছর প্রথমবার তা প্রকাশ্যে অনুষ্ঠিত হয়।শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ারপাঁচিল আল্লামা ইদ্রিস (রহ.) দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন ১০০ জন এতিম শিক্ষার্থী ও শিক্ষক। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো. আব্দুল করিম।

মোনাজাতে তিনি বলেন, “সাংবাদিক এনামুল হক দীর্ঘদিন ধরে গোপনে খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মরণে এতিমদের মুখে হাসি ফুটিয়েছেন। আমরা দোয়া করি—আল্লাহ কোকোকে জান্নাতবাসী করুন এবং এনামুল হককে উত্তম প্রতিদান দান করুন।”

অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে খাবার পরিবেশন করেন শেখ মো. এনামুল হক। এ সময় খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান মেম্বার, সাবেক ইউপি সদস্য শাহাদত হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা তালুকদার, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইব্রাহিম আকন্দ, সদর থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সুইট, যুবদল নেতা সানজিত হাসান সাদিত, বিএনপি নেতা সাদ্দাম হোসেন ও জাহিদুল ইসলাম।

সাংবাদিক এনামুল হক বলেন, “বিগত ১৭ বছরে আমি নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন ও আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে গোপনে এতিমদের জন্য একই আয়োজন করেছি। আজ প্রথমবার তা প্রকাশ্যে করলাম। আশা করি সবাই আমার নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন।”

রাজনৈতিক জীবনে এনামুল হক দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে উঠে এসেছেন। ছাত্রদল থেকে রাজনীতিতে যাত্রা শুরু করে তিনি এখন বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। ৮টি রাজনৈতিক মামলায় আসামি এবং ৯ বার কারাবরণের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি সংগঠনের প্রতি অনুগত থেকেছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।অনুষ্ঠান শেষে এতিম শিক্ষার্থী ও অতিথিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। অন্যদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর