নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামে বাড়ির পাশের রাস্তা থেকে প্রবাস ফেরত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) ভোরে ওই গ্রামের একটি সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম।
নিহতের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি গোপালপুর গ্রামের শাহাদৎ মণ্ডলের ছেলে।
নিহতের ভাই আজিজুল মণ্ডল জানান, মঙ্গলবার সন্ধ্যার পর মোবাইল ফোনে কারও ডাকে বাড়ি থেকে বের হন সিরাজুল। এরপর সারা রাতেও তিনি আর ফিরে আসেননি। বুধবার ভোরে স্থানীয় কয়েকজন ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রাস্তার পাশে তার রক্তাক্ত দেহ দেখতে পান এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
ওসি আলী আসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। তার মাথা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গ্রামজুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।