নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় প্রেমিকের প্ররোচনায় স্বামীকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। বুধবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার নন্দলালপুর গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার ও অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আব্দুল করিম (২৫) নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। আটক তানজিলা খাতুন (২২) পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাসেন আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র এক মাস আগে পারিবারিকভাবে করিম ও তানজিলার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর করিমের পরিবার জানতে পারে, তানজিলার পূর্বে প্রেমের সম্পর্ক ছিল তারই গ্রামের প্রতিবেশী সিএনজি চালক নুর আলম ওরফে নাহিদের সঙ্গে।
সম্প্রতি তানজিলা বাবার বাড়ি গেলে নাহিদ তাকে পুনরায় বিয়ের জন্য চাপ দিতে থাকে। এতে বিরক্ত হয়ে প্রেমিকের প্ররোচনায় তানজিলা তার স্বামীকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে কৃমিনাশক ট্যাবলেটের কথা বলে তিনি করিমকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খেতে দেন। কিছু সময় পর করিমের তীব্র পেটব্যথা ও জ্বালাপোড়া শুরু হলে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আসলাম জানান, “বুধবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্ত্রী তানজিলাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বামীকে গ্যাসের ট্যাবলেট খাওয়ানোর কথা স্বীকার করেছেন। ঘটনাটির তদন্ত চলছে এবং হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, বিয়ের এক মাসের মাথায় এমন নির্মম ঘটনাটি অবিশ্বাস্য ও হৃদয়বিদারক।
x23887
I know this if off topic but I’m looking into starting my own blog and was wondering
what all is needed to get setup? I’m assuming having a blog like yours would
cost a pretty penny? I’m not very internet savvy so I’m not 100%
positive. Any recommendations or advice would be greatly appreciated.
Kudos
Hello! I could have sworn I’ve been to this website before but after reading
through some of the post I realized it’s new to me. Anyhow, I’m
definitely delighted I found it and I’ll be book-marking and checking back often!