পাবনার ভাঙ্গুড়ার খানমরিচ ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য মো: আল-মামুন হোসেনের পিতা সেকেন্দার আলী (৫৫) কে মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খানমরিচ ইউনিয়নের কয়ড়া বাজারের সেকেন্দার আলীর ওষুধের দোকানে। এ ঘটনায় সেকেন্দার আলী ওইদিন রাতেই চারজনের নাম উল্লেখ করে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। সেকেন্দার আলী কয়ড়া গ্রামের ছাদেক সরকারের ছেলে ও ঔষধ ব্যবসায়ী।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়ড়া ছাড়া নাসির আলিম মাদ্রাসা সভাপতি হাজী মোঃ আব্দুল হাই এবং দাতা সদস্য হাজী আবুল কাশেমের নামে সেকেন্দার পাবনা বিজ্ঞ আদালতে একটি মামলা করেন। মামলা দায়ের করার পর থেকে সভাপতি ও দাতা সদস্যের পক্ষ থেকে মামলাটি তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি ও চাপ প্রয়োগ করে আব্দুল হাই ও আবুল কাশেমের লোকজন। এতেও সেকেন্দার আলী মামলাটি না তুলে নিলে রবিবার সন্ধ্যায় কয়ড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মজনু আলী(৫০) ও আ: আজিজ(৪০), সবুল্লাহ প্রামানিকের ছেলে আবুল হোসেন(৭০) এবং আ: আজিজ এর ছেলে মুন হোসেন(২০) মাদ্রাসার সভাপতি ও দাতা সদস্যের পক্ষ হতে সেকেন্দারের দোকানে এসে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। এতে সেকেন্দার আলী রাজি না হলে এর এক পর্যায়ে তারা চারজন মিলে সেকেন্দারকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করে। পরের স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কয়ড়া ছাড়া নাসির আলিম মাদ্রাসা সভাপতি হাজী মো: আব্দুল হাই সরকার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, সেকেন্দারকে মারপিট ও হুমকির বিষয়ে আমি কিছু জানি না। যারা হামলা করেছে তারা হয়তো আমাকে ফাঁসাতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নাম ব্যবহার করেছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Your writing paints vivid scenes in my mind. I can clearly visualize every detail you portray.
Wow, amazing blog format! How long have you ever been running a
blog for? you make running a blog look easy. The total glance of
your web site is excellent, as neatly as the content!
I appreciate your style of writing. Your website is polished and interesting.
This blog is genuinely thought-provoking. I like the perspective you bring to these topics.