শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা: প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ২১ বিএনপি“র দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ তাড়াশে নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জে নিজের মাথা কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ তাড়াশে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বোখাটে যুবক গ্রেফতার উল্লাপাড়ায় একই দিনে দুই বাইক দুর্ঘটনায় মৃত্যু, প্রশ্ন নিরাপত্তা নিয়ে তাড়াশে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তাড়াশে নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বেআইনি কাজ

নিজস্ব প্রতিবেদক >> / ১৪০ ভিউ:
আপডেট সময়: সোমবার, ১৩ মে, ২০২৪, ১০:৩২ অপরাহ্ণ

একটি বাসার জন্য সরকারি আবাসন পরিদপ্তরে আবেদন করে অনেক কর্মকর্তাকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তারপর বাসা বরাদ্দ পান না হাজারো কর্মকর্তা। অথচ এক কর্মকর্তা তিনটি সরকারি বাসা দখলে রেখেছেন। বেআইনি ওই কাজটি যিনি করেছেন, তিনি হলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের যুগ্ম সচিব শাহিনুর ইসলাম।

ওই কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে একটি বাসা রেখে বাকি দুটি ছেড়ে দিতে অনুরোধ জানিয়ে গত ২১ জানুয়ারি চিঠি দেয় আবাসন পরিদপ্তর। সেই চিঠি থেকে জানা যায়, যুগ্ম সচিব শাহিনুর ইসলাম গত বছরের ১ আগস্ট ঢাকায় ইস্কাটন গার্ডেন অফিসার্স কোয়ার্টারের নীহারিকা-২ বাসাটি বরাদ্দ পেয়ে দখল নিয়ে বসবাস করছেন। কিন্তু ঢাকার নিউ সার্কিট হাউসে শাহিনুর ও তাঁর স্ত্রীর নামে আগে বরাদ্দ করা ৪২ ও ৪৩ নম্বর বাসা দুটিও তাঁরা দখলে রেখেছেন। আবাসন পরিদপ্তরের কাছে হস্তান্তর বুঝিয়ে না দেওয়ায় বর্তমানে বরাদ্দ পাওয়া ব্যক্তিরা বাসার দখল নিতে পারছেন না।

এমন পরিস্থিতিতে বাসা দুটির দখল জরুরি ভিত্তিতে হস্তান্তর করে আবাসন পরিদপ্তর থেকে না-দাবি সনদ নিতে অনুরোধ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে যুগ্ম সচিব শাহিনুর ইসলাম (কালের বেলাকে) বলেন, ‘গত বছর নতুন বরাদ্দ পাওয়া বাসায় উঠেছি। আবাসন পরিদপ্তরের চিঠি পাওয়ার পর আমার বাসাটি ছেড়ে দিয়েছি। স্ত্রীরটি এখনো হস্তান্তর করা হয়নি।’

রাজধানীতে কয়েক লাখ কর্মকর্তা-কর্মচারীর জন্য বিভিন্ন টাইপের মাত্র ১৪ হাজার বাসা আছে সরকারি আবাসন পরিদপ্তরের।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দসংক্রান্ত বিদ্যমান বিধিমালার বিধান অনুযায়ী, স্বামী ও স্ত্রী দুজনেই সরকারি কর্মচারী হলে কেবল একজনের নামে বাসা বরাদ্দ পেতে পারেন। কিন্তু শাহিনুর ইসলাম প্রভাব খাটিয়ে নিজের এবং স্ত্রীর নামে নিউ সার্কিট হাউসে দুটি বাসা অন্তত এক যুগ ধরে ভোগদখলে ওই বিধিমালার ১৮ নম্বর বিধিতে উল্লেখ আছে, কোনো সরকারি কর্মচারী অননুমোদিতভাবে কোনো বাসা দখল করলে বা কোনো বাসার দখল বজায় রাখলে, তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিমালার অধীন ব্যবস্থা নেওয়া যাবে।

 


আপনার মতামত লিখুন :

One response to “আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বেআইনি কাজ”

  1. Janise says:

    Your website has quickly become my favorite source for inspiration. I yearn for more!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর