বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল উধাও: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে কৃষি ব্যবসায়ীদের দুঃস্বপ্ন: সার-কি’টনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি তাড়াশে গরুবোঝাই নসিমনের চাপায় প্রতিবন্ধী যুবক নিহত সলঙ্গায় নবজাতক চুরির ঘটনায় নারীর ১৪ বছরের কারাদণ্ড পিতৃসম্পত্তি নিয়ে বিরোধে হুমকির মুখে শামসুজ্জোহা, থানায় লিখিত অভিযোগ উল্লাপাড়ায় ছাত্রী মিম হত্যার প্রতিবাদে উত্তাল জনতা : ঘাতক ধ*র্ষ*কে*র ফাঁসির দাবিতে মানববন্ধন সলঙ্গায় নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার, গলায় জখমের চিহ্ন সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: সাত সদস্যের চক্র গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার তাড়াশে ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক ও শিশুর মর্মান্তিক মৃত্যু উল্লাপাড়ায় রাস্তায় ফেলে যাওয়া নবজাতক কন্যা উদ্ধার, প্রশাসনের তৎপরতা

চিরুনি অভিযানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী: আজ থেকেই দেশজুড়ে অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক >> / ২৯৭ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড ও সহিংস ঘটনার প্রেক্ষিতে আজ শনিবার (১৩ জুলাই) থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার রাজধানীতে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কঠোর অবস্থান নিয়েছে। কোথাও কোনো অপরাধী বা বিশৃঙ্খলাকারীকে ছাড় দেওয়া হবে না। আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই—আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

তিনি জানান, দেশব্যাপী চিরুনি অভিযানে পুলিশের পাশাপাশি র‌্যাব, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে অংশ নিচ্ছে। প্রতিটি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিটফোর্ড হত্যা ও অন্যান্য আলোচিত ঘটনা

সম্প্রতি ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে বলে উপদেষ্টা জানান।

তিনি বলেন, “অপরাধীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। তারা যে-ই হোক, যার ছায়াতেই থাকুক-আইনের মুখোমুখি হতে হবে।”

এছাড়া খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুরে জুমার নামাজের পর ধর্মীয় ‘অবমাননার’ অভিযোগে এক ইমামকে কুপিয়ে জখম করার ঘটনাও দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে। এমনকি রাজধানীর শ্যামলীতে এক ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর জামা ও জুতাও নিয়ে যায় ছিনতাইকারীরা, যার ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। একই দিনে পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদার দাবিতে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও দেশবাসীকে আতঙ্কিত করে তোলে।

খুনের পরিসংখ্যানে উদ্বেগ

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশে মোট ১,৯৩০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে জুন মাসেই সর্বোচ্চ ৩৪৩ জন খুন হয়েছেন।

মাসখুনের সংখ্যাজানুয়ারি ২৯৪ জনফেব্রুয়ারি ৩০০ জনমার্চ ৩১৬ জনএপ্রিল ৩৩৬ জনমে৩৪১ জনজুন৩৪৩ জন

এই পরিসংখ্যান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপজ্জনক চিত্রই ফুটিয়ে তোলে।

সরকারের অবস্থান: ‘অপরাধী, সে যে-ই হোক’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “সরকার অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব কাজে আসবে না। অপরাধী অপরাধীই-তা সে যে দলেরই হোক।”

তিনি আরও বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডসহ যেসব ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে, সেগুলোর বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে কার্যক্রম শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট নিরাপত্তা কার্যক্রম সফলভাবে শেষ করার আশা প্রকাশ করেন তিনি।

জননিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার

উপদেষ্টা জোর দিয়ে বলেন, “দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার প্রশ্নে সরকার কোনো আপস করবে না। জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।


আপনার মতামত লিখুন :

৩ responses to “চিরুনি অভিযানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী: আজ থেকেই দেশজুড়ে অভিযান শুরু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর