লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>
আজ (বৃহস্পতিবার ২৬ জুন) দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাট গাড়ি পাড়ায় শহিদুল ইসলাম (৩৫) নামে এক কৃষক ঋণের দায়েগ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,পারিবারিক ও সাংসারিক অভাবের তাড়নায় ঋণগ্রস্ত কৃষক শহিদুল ইসলাম ঋণ পরিশোধ করতে না পেরে অভিমানে গ্যাসট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
অপরদিকে একই দিন স্বামীর সঙ্গে অভিমান করে রিমা খাতুন (৩২) নামের আরেক গৃহবধুর আত্মহত্যা করেছেন।
এই দুই ঘটনায় বৃহস্পতিবার বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শহিদুল ইসলাম (৩৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঋণ গোস্তও শারীরিক অসুস্থ । পরে রাগ অভিমানে শহিদুল ইসলাম আত্মহত্যা করেন।
অপরদিকে নওগাঁ ইউনিয়নের মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী রিমা খাতুন (৩২) তার স্বামীর উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,রিমা খাতুনের সাথে তার স্বামী আমিরুল ইসলামের নিয়মিত ঝগড়া বিবাদ লেগেই থাকতো
এরই জের ধরে আজ দুপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
সত্যতা নিশ্চিত করে তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
3766fy
1jcq1f
0w01zl
vmv97e
fbf559
o4ot0i
5hlczn
qk75zk
69f3rc
mrxkib
Hey! Quick question that’s completely off topic. Do you know how to make your site mobile friendly? My weblog looks weird when browsing from my apple iphone. I’m trying to find a theme or plugin that might be able to correct this problem. If you have any recommendations, please share. Appreciate it!
8xnmep
73u4wq