লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>
সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে ব্যতিক্রমি লটারীর মাধ্যমে ৩১২ জন কার্ডধারী সুফলভোগি নির্ধারণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তালম ইউনিয়ন পরিষদের গোনতা কার্যালয়ে তালম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও তাড়াশ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন শত শত মানুষের সম্মুখে এ ব্যাতিক্রমি লটারীর কার্যক্রম পরিচালনা করেন।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মো: ফরিদুল হক।
ইউপি সদস্য, গোলাম মোস্তফা, আব্দুস সালাম, আব্দুল হামিদ, আজিজুল হক, আব্দুল লতিফ, চায়না খাতুন কাজলী খাতুন,বৈষম্য বিরোধী ছাত্র নেতা মেহেদি হাসান নিরবসহ কার্ড প্রত্যাশী বিভিন্ন গ্রামের প্রায় সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন।
ঘুষ ছাড়া ভিডব্লিউবি কার্ডধারীদের বাছাই প্রসঙ্গ ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, বিগত বহুদিন দেখছি এ কার্ড নিয়ে
বহু কথা শোনা গেছে। আমাকে প্রশাসক যখন ফোন দিয়েছে। আমি তখন পরিষদে এসে জনগণের সাথে আনন্দিতভাবে সকল ইউপি সদস্যদের সহযোগিতা লটারী করা হয়েছে। এতে ইউনিয়নের প্রকৃত দরিদরা সুবিধা পান।
পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র নেতা মেহেদি হাসান নিরব জানান, স্বচ্ছ লটারীর মাধ্যমে ভিডব্লিউবি কার্ডধারীদের বাছাই করায় ইউনিয়ন পরিষদের এলাকার দরিদ্র মানুষ খুশি।
এ প্রসঙ্গে তালম ইউনিয়ন পরিষদের প্রশাসক ও তাড়াশ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, কোন অনৈতিক লেনদেন বা বির্তক নয়। স্বচ্ছ ভাবে ৩১২ জন ভিডব্লিউবি সুফলভোগি কার্ডধারীদের বাছাই করা হয়েছে।