কালের বেলা ডেস্ক >>
সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী মনসুর আলী কলেজ প্রাঙ্গণে আজ ২৬ মে সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি ব্যতিক্রমধর্মী এবং প্রশংসনীয় উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনব্যাপী মেডিকেল ক্যাম্প। দেশসেবায় অগ্রণী ভূমিকা রাখা সেনাবাহিনী শুধুমাত্র সীমান্ত রক্ষার বাহিনী নয় তারা দেশের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।
১১ পদাতিক ডিভিশনের আওতায় সিরাজগঞ্জে নিয়োজিত সেনা ইউনিট এবং ফিল্ড অ্যাম্বুলেন্সের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে প্রায় ১,৪৯৩ জন রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা লাভ করেন। চিকিৎসাসেবা ছিল অত্যন্ত মানসম্মত, যেখানে মেডিসিন, নাক-কান-গলা, গাইনী, চর্ম, শিশু ও সার্জারি বিভাগের অভিজ্ঞ সেনা চিকিৎসকগণ সাধারণ দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এই কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনী আবারও প্রমাণ করলো যে, তারা শুধু দেশের প্রতিরক্ষা নয়, মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে যথাযথ ও মানবিক ভূমিকা রাখতে সক্ষম। ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫১ প্রকারের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ ছিল আরেকটি চমকপ্রদ দিক, যা জনসাধারণের মধ্যে গভীর প্রশংসা কুড়িয়েছে।
বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভূঁইয়া বলেন, “আমরা দেশের মানুষের পাশে আছি এবং সবসময়ই থাকবো। আমাদের লক্ষ্য শুধু সুরক্ষা নয়, জনগণের কল্যাণে বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণ করা।
উল্লেখযোগ্য বিষয় হলো, সেনাবাহিনীর এই উদ্যোগ স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত হওয়ায় এটি ছিল সুচারুভাবে সংগঠিত ও সর্বোচ্চ কার্যকর। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে সিরাজগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা নিঃসন্দেহে জনকল্যাণের পথে একটি সুসংবাদ।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে এক মানবিক বার্তা পৌঁছে দিয়েছে। এমন কার্যক্রম শুধু স্বাস্থ্যসেবাই নয়, বরং মানুষের মধ্যে সহমর্মিতা, আস্থা এবং দেশপ্রেমকেও জাগ্রত করে।
সেনাবাহিনীর এই উদারতা এবং দায়িত্ববোধমূলক ভূমিকার জন্য সিরাজগঞ্জবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এ ধরনের উদ্যোগ একদিকে যেমন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক, অন্যদিকে তা দেশের প্রতিটি কোণে মানবিক ও সচেতন রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।