সাহেব আলী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ >>
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) সিরাজগঞ্জের বেলকুচিতে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। গতকাল বুধবার (১৪ মে ২০২৫) রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
সাম্যের মরদেহ গ্রামের মাটিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। বুকফাটা কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মুহূর্তেই আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, বেলকুচি উপজেলা জামায়াতের আমির আরিফুল ইসলাম সোহেলসহ এলাকার শত শত মানুষ।
এ সময় নেতৃবৃন্দ সাম্য হত্যার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ১৩ মে ২০২৫ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সাম্যের ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যকে আঘাত করে পালিয়ে যায়। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাম্যর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার-পরিজন ও এলাকাবাসী।