বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জমি দখলের হুমকি: সলঙ্গায় দুই শিক্ষক থানায় অভিযোগ দায়ের সময়কে হার মানিয়ে উদ্ধারকর্মীদের সাফল্য:গর্তে আটকে থাকা সাজিদ জীবিত উদ্ধার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট: তফসিল ঘোষণা করলেন সিইসি সলঙ্গায় পরকীয়ার জেরে লাবনী হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন, প্রেমিক মিলন গ্রেপ্তার উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পুলিশে বড় রদবদল: এসপি ওসি পদে লটারি, বিতর্কিতরা তালিকার বাইরে তাড়াশে গোপনে মাদ্রাসার কমিটি গঠন, ইউএনও’র কাছে  অভিযোগ সিরাজগঞ্জে রহস্যজনক দুই মৃত্যু: হাত-পা বাঁধা লতিফ, অপরদিকে ভেসে উঠল আমিনুলের লাশ সলঙ্গায় অটোচালক আমিরুল হত্যা রহস্যের জট খুলল গোয়েন্দা পুলিশ : মূলহোতা সহ তিনজন গ্রেফতার সলঙ্গায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার

তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু বিতরণে অনিয়মের অভিযোগ

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >> / ১৮৪ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১০ মে, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ণ

লুৎফর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় নাম থাকা সত্ত্বেও গরু পাননি ভুক্তভোগী সবিতা রানী ও ক্ষিতীশ তির্কী। কে বা কারা তাদের নামে বরাদ্দ পাওয়া অনুদানের গরু তুলে নিয়েছে—তা এখনো স্পষ্ট নয়। অভিযোগ করেও তারা প্রতিকার পাচ্ছেন না উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল থেকে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম বলেন, “স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সুফলভোগীদের তালিকা দিয়েছেন। আমরা সে অনুযায়ী গরু বিতরণ করেছি। এখন দেখা যাচ্ছে, তালিকাভুক্ত দুইজন সুফলভোগী গরু পাননি। এর দায় সংশ্লিষ্টদেরও নিতে হবে।”

মাধাইনগর ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামের বাসুদেব সরকারের স্ত্রী সবিতা রানী বলেন, “তালিকায় আমার জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করা হলেও, নাম দেওয়া হয়েছে সনজিতা রানী। আমার স্বামীর নাম বাসুদেব সরকারের জায়গায় দেওয়া হয়েছে দেবাসিস সরকার। এমনকি মোবাইল নম্বরও অন্য কারও। অথচ আমাদের গ্রামে এমন নামের কেউ নেই। ভুয়া তথ্য ব্যবহার করে গরু তুলে নেওয়া হয়েছে।”সবিতা রানীর স্বামী বাসুদেব সরকার বলেন, “বিতরণের আগের রাত পর্যন্ত তালিকায় আমাদের সঠিক নাম ছিল। সকালে গরু আনতে গিয়ে দেখি, নাম পাল্টে দেওয়া হয়েছে। শুধু আমার স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ঠিক আছে। সরকারি ছুটি চলছে, সোমবার লিখিত অভিযোগ করব।”

তালম ইউনিয়নের মানিকচাপড় গ্রামের আরেক ভুক্তভোগী ক্ষিতীশ তির্কী বলেন, “তালিকার যাবতীয় তথ্য আমার দেওয়া। কিন্তু মোবাইল নম্বরটা আমার না। আমাকে গরু বিতরণ সম্পর্কে কিছুই জানানো হয়নি। পরে জানতে পারি, আমার বরাদ্দকৃত গরু অন্য কেউ নিয়ে গেছে।”

প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গত ৩০ এপ্রিল (বুধবার) ৯০ জন সুফলভোগীর মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

গরু না পাওয়ার অভিযোগ করেছেন আরও কয়েকজন। রতন কুমার সিং নামের একজন সুফলভোগী প্রথমে গরু না পাওয়ার অভিযোগ করেন। প্রতিবেদকের হস্তক্ষেপে তাকে পরবর্তীতে গরু প্রদান করা হয়। ‘তারা রানী’ নামের দুজন তালিকায় থাকলেও একজন গরু পেয়েছেন, অন্যজন পাননি বলে অভিযোগ করেছেন।শনিবার (১০ মে) সকালে প্রতিবেদক সরেজমিনে সবিতা রানী ও ক্ষিতীশ তির্কীর বাড়িতে যান এবং তাদের বাড়িতে অনুদানের গরু নেই—এটা নিশ্চিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, “বিষয়টি দুঃখজনক। কারা এই অনিয়ম করেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, “তাড়াশ উপজেলায় কিছু নেতা আগেও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, এখনো আছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত দাবি করছি। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অনৈতিক কাজ করলে তার কোনো ছাড় নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর