রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জে জোরপূর্বক জমি দখল ও গৃহবধূ নির্যাতন: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন তাড়াশে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্র শিবিরের সংবর্ধনা সিরাজগঞ্জে পুলিশি চাঁদাবাজি-হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ দীর্ঘ প্রতীক্ষার অবসান: স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উল্লাপাড়ায় তাঁতশিল্প কারখানায় সন্ত্রাসী হামলা আহত ৩, গ্রেপ্তার ৩ ত্যাগী ও সংগ্রামীদের মূল্যায়নে নতুন কমিটি পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাদ্রাসার ১০০ শিশু-কিশোরের সঙ্গে মধ্যাহ্নভোজে আবেগাপ্লুত বিএনপি নেতা এনামুল হক তাড়াশে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্থায়ী ক্যাম্পাস দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে সেনাবাহিনীর প্রশংসনীয় ভূমিকা

নিজস্ব প্রতিবেদক >> / ১২১ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক ও দক্ষ হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে শহরের যান চলাচল স্বাভাবিক হয় এবং জনদুর্ভোগের দ্রুত অবসান ঘটে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতির রায়ের প্রতিবাদে পরীক্ষা বর্জন, বিক্ষোভ মিছিল এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় শহরজুড়ে তীব্র যানজট ও অচলাবস্থার সৃষ্টি হয়, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশ সদস্য ও সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের একটি টিম। নেতৃত্ব দেন সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মারুফ। শিক্ষার্থীদের সঙ্গে তারা সরাসরি সংলাপে বসেন, তাদের দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন।

সেনাবাহিনীর এই দায়িত্বশীল ও সহনশীল ভূমিকা শিক্ষার্থীদের আস্থায় এনে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি প্রত্যাহারে সহায়তা করে। পরে যান চলাচল স্বাভাবিক হয় এবং শহরে স্বস্তি ফিরে আসে।

সিরাজগঞ্জ জেলা আর্মির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, “সাধারণ জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। আমরা পুলিশ ও প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করেছি এবং শিক্ষার্থীদের সঙ্গে সম্মানজনক আলোচনা করেছি, যার ফলেই কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

সেনাবাহিনীর এই প্রশংসনীয় উদ্যোগ আবারও প্রমাণ করেছে, শান্তি ও শৃঙ্খলা রক্ষায় তারা শুধু প্রতিরক্ষা বাহিনী নয়—বরং জাতির যেকোনো সংকটে নির্ভরযোগ্য অভিভাবক। সেনাবাহিনীর শান্তিপূর্ণ সংকট ব্যবস্থাপনাও দেশের স্থিতিশীলতা ও সুসংবাদের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর