শুক্রবার, ২৩ মে ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা: প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ২১ বিএনপি“র দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ তাড়াশে নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জে নিজের মাথা কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ তাড়াশে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বোখাটে যুবক গ্রেফতার উল্লাপাড়ায় একই দিনে দুই বাইক দুর্ঘটনায় মৃত্যু, প্রশ্ন নিরাপত্তা নিয়ে তাড়াশে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তাড়াশে নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

মহাসড়কে যানজট কমাতে সেনাবাহিনীর কার্যকরী ভূমিকা

কালের বেলা ডেস্ক >> / ১২১ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ

কালের বেলা ডেস্ক >>

ঈদযাত্রার সময় মহাসড়কের যানজট নিরসন এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মহাসড়কে সক্রিয়ভাবে কাজ করছে সেনাবাহিনী। তাদের নিরলস প্রচেষ্টার ফলে যমুনা সেতুর পশ্চিম অংশে যানজটমুক্ত পরিবেশ বজায় রয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজটের কোনো প্রভাব দেখা যায়নি। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল বাড়লেও সেনাবাহিনীর কার্যকর পদক্ষেপের কারণে যান চলাচল স্বাভাবিক রয়েছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক।

সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, যা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রসঙ্গে ১১ পদাতিক ডিভিশন এবং বগুড়া অঞ্চলের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির (পিএসসি, জি) জানান, হাটিকুমরুল থেকে যমুনা সেতু এবং চান্দাইকোনা পর্যন্ত ২৪ ঘণ্টা সেনাবাহিনী কাজ করছে। সিরাজগঞ্জের মহাসড়কে যাতে কোনো দুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য সেনাসদস্যরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। বিশেষ করে ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে, তা নিশ্চিত করতে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শুক্রবার মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বৃহস্পতিবার বিকেলের পর বিভিন্ন পোশাক কারখানার ছুটির কারণে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ২০ হাজার ২৪১টি। আগের দিনের তুলনায় বৃহস্পতিবার যানবাহন পারাপারের সংখ্যা দুই হাজার দু’টি বেশি ছিল।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, যানবাহন পারাপারের সুবিধার্থে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর পাশাপাশি, মোটরসাইকেলের পারাপারের জন্য উভয় পাশে দুটি করে মোট চারটি পৃথক বুথও চালু রয়েছে।

সেনাবাহিনীর এই নিরলস প্রচেষ্টা এবং অন্যান্য প্রশাসনিক সংস্থার সমন্বিত ব্যবস্থাপনার ফলে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক এবং যানজটমুক্ত হচ্ছে বলে মনে করছেন যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর