সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
তালম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যেগে বিনামূল্যে ” রক্তের গ্রুপ নির্ণয় সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ১ তাড়াশ পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি রফিক সম্পাদক তাহের ভাঙ্গুড়ায় মসজিদ কমিটির অর্থ আত্মসাৎ এর প্রতিবাদ করায় হুমকি, থানায় অভিযোগ তাড়াশে ভুট্টা গাছের সাথে এ কেমন শত্রুতা! তাড়াশে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সুফলভোগীদের মানববন্ধন তাড়াশ পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি মতিন সম্পাদক নুরুল ইসলাম তাড়াশে এলজিইডির রাস্তায় হঠাৎ ব্রিজ উধাও উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ০২! তাড়াশে প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

বেবিমুনের উদ্দেশে রণবীরকে নিয়ে কোথায় রওনা দিলেন দীপিকা?

বিনোদন প্রতিবেদক >> / ১০৪ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ৩:১০ অপরাহ্ণ

সন্তান সংসারে আসার আগে একান্তে সময় কাটাতে চান তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সে জন্যই এই বেবিমুনের পরিকল্পনা। তবে এর মধ্যেই নেটিজেনদের নজর কাড়ে দীপিকার স্ফীত উদর। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করে বসেন, ‘দীপিকা পাড়ুকোনের এই স্ফীত উদর নকল নয়তো?’ভfরতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা যায়, স্বামীর হাত ধরে বেবিমুনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দীপিকা পাড়ুকোন। মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নেমে এলেন এ তারকা দম্পতি। দুজনের পরনেই সম্পূর্ণ কালো পোশাক। দীপিকা বেছে নিয়েছিলেন কালো বডিকনের সঙ্গে কালো শার্ট। পায়ে সাদা স্নিকার্স। চোখে কালো চশমা। অন্যদিকে রণবীরের পরনে ছিল কালো প্যান্ট ও কালো টিশার্ট। চোখে কালো চশমা। ফটোসাংবাদিকদের ক্যামেরায় এভাবেই ধরা পড়েন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।বিমানবন্দরে সাবধানে গাড়ি থেকে নামতে স্ত্রীকে সাহায্য করতে হাত বাড়িয়ে দেন রণবীর সিং। মা হতে চলেছেন এ অভিনেত্রী! তাই নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা, অভিনেত্রীর স্ফীত উদর কি আসল না নকল? এই প্রশ্ন তুলেছিল নেটিজেনদের মাঝে।অবশেষে গতকাল বুধবার সন্ধ্যায় জবাব দিলেন দীপিকা পাড়ুকোন। নিজের স্ফীত উদরের ছবি প্রকাশ্যে আনলেন তিনি। সেই ছবি নেটদুনিয়ায় নিমেষেই ভাইরাল হয়েছে। এবার নিন্দুকদের তোয়াক্কা না করে স্বামী রণবীর সিংয়ের হাতে হাত রেখে বেবিমুনের উদ্দেশ্যে রওনা দেন অভিনেত্রী।

এ দিন কালো পোশাকে সেজেছিলেন দীপিকা। তার পরেই যত্নসহকারে স্ফীত উদর সামলাতে সামলাতে পোজ় দিয়েছিলেন। সেই ছবি ভাগ করে নিয়ে লিখেছেন— ‘অনেক হয়েছে। এবার আমি সত্যিই ক্ষুধার্ত!’ দীপিকার সাদা-কালো ছবিতে মাতৃত্বকালীন সৌন্দর্য যেন উপচে পড়েছে।

নায়িকার অনুরাগীদের উল্লাস দেখে কে! ছবি দেখে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন তারা। নেটিজেনরা মন্তব্য করেছেন— নিন্দুকদের মুখে নাকি এভাবেই ঝামা ঘষেছেন তিনি। মাত্র এক ঘণ্টায় ছবিটি দেখে ফেলেছেন প্রায় দুই লাখ নেটিজেন! তালিকায় বলিউডের মাসাবা গুপ্ত, রাকুলপ্রিত সিং থেকে বাংলার সৌমিতৃষা কুণ্ডু, অলিভিয়া সরকার, সুদীপ্তা চক্রবর্তীও রয়েছেন।

উল্লেখ্য, এর আগে ২০ মের ঘটনা। দীপিকা স্বামী রণবীরের সঙ্গে মুম্বাই লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন। সেই সময় ছবিতে তার স্ফীত উদর দেখে একদল নেটিজেন দীপিকার উদ্দেশে বিরূপ মন্তব্য করেছিলেন। কটাক্ষের বন্যায় ভেসেছিলেন সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের বড় কন্যা। সেই সময় স্বামী রণবীর স্ত্রীর সমর্থনে এগিয়ে এসেছিলেন।

সে দিন সামাজিকমাধ্যমে দীপিকার একটি ছবি ভাগ করে লিখেছিলেন— ‘বুড়ি নজর ওয়ালে তেরা মু কালা।‘ পাশে মজার ইমোজি। সে দিন একটা কথাও বলেননি অভিনেত্রী। নায়িকার নীরবতা সে দিন ভুল ব্যাখ্যা দিয়েছিল। তা জানা গেল বুধবার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন দীপিকা পাড়ুকোন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর