সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
তালম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যেগে বিনামূল্যে ” রক্তের গ্রুপ নির্ণয় সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ১ তাড়াশ পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি রফিক সম্পাদক তাহের ভাঙ্গুড়ায় মসজিদ কমিটির অর্থ আত্মসাৎ এর প্রতিবাদ করায় হুমকি, থানায় অভিযোগ তাড়াশে ভুট্টা গাছের সাথে এ কেমন শত্রুতা! তাড়াশে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সুফলভোগীদের মানববন্ধন তাড়াশ পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি মতিন সম্পাদক নুরুল ইসলাম তাড়াশে এলজিইডির রাস্তায় হঠাৎ ব্রিজ উধাও উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ০২! তাড়াশে প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এমন আচরণ কাম্য নয়: প্রধান বিচারপতি

কালের বেলা ডেস্ক >> / ১২৯ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১:৪৫ পূর্বাহ্ণ

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব আইনজীবী ও বিচারকদের। বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এ রকম কোনো আচরণ কাম্য নয়।আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতির ‘অভিষেক ২০২৪’ উপলক্ষে সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনে আইনজীবীদের দাবির প্রসঙ্গ তুলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, চট্টগ্রামে আদৌ হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের প্রয়োজন আছে কি না, তা যাচাই-বাছাই করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।আইন শিক্ষা অহিংস হতে শেখায় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কে কার চেয়ে ভদ্র। দুটি পক্ষের মধ্যে হার-জিত থাকবে। এতে মনঃক্ষুণ্ন হওয়ার কিছু নেই। এমন কোনো আচরণ করা যাবে না, যাতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গণি, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মাহমুদুল হক, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা, চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর