রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জে নদী খননের পাইপের স্তুপে আগুন! কোটি টাকার সম্পদ পুড়ে ছাই তাড়াশে মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় রাতের আঁধারে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা তালম স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যেগে বিনামূল্যে ” রক্তের গ্রুপ নির্ণয় সিরাজগঞ্জে হেরোইনসহ আটক ১ তাড়াশ পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি রফিক সম্পাদক তাহের ভাঙ্গুড়ায় মসজিদ কমিটির অর্থ আত্মসাৎ এর প্রতিবাদ করায় হুমকি, থানায় অভিযোগ তাড়াশে ভুট্টা গাছের সাথে এ কেমন শত্রুতা! তাড়াশে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সুফলভোগীদের মানববন্ধন তাড়াশ পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি মতিন সম্পাদক নুরুল ইসলাম

বুদ্ধপূর্ণিমা ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

কালের বেলা ডেস্ক >> / ১১৯ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ১:৩৯ পূর্বাহ্ণ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, শুভ বুদ্ধপূর্ণিমাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তাঝুঁকি বা হুমকি নেই। তবে বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় অনুষ্ঠান ঘিরে পুলিশ সতর্ক থাকবে।

বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দপ্তরে এক সমন্বয় সভায় কমিশনার এসব কথা বলেন। আসন্ন বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভায় আলোচনা হয়।

ডিএমপি কমিশনার বলেন, ২২ মে শুভ বুদ্ধপূর্ণিমা ঘিরে সব ধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেউ যাতে কোনো প্রকার নাশকতা করতে না পারে, সে জন্য ডিএমপির সব কর্মকর্তা ও বাহিনীকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আয়োজকদেরও সতর্ক থাকতে হবে।হাবিবুর রহমান বলেন, একাধিক জায়গায় অনুষ্ঠান হবে এবং প্রতিটি জায়গায় আয়োজক আলাদা। প্রতিটি জায়গায় আয়োজক ও পুলিশের পক্ষ থেকে একজন করে মোট দুজন ফোকাল পয়েন্ট থাকবেন। তাঁরা সমন্বয় করে কাজ করবেন।

ডিএমপির প্রধান আরও বলেন, যেসব রাস্তায় শোভাযাত্রা যাবে, সেসব রাস্তায় আগের দিন থেকেই পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হবে। বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠান ঘিরে পুলিশের পক্ষ থেকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে।এ সময় হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে বা ধর্মীয় সমস্যাগুলো তৈরি হয়েছে, এর বেশির ভাগই গুজব ও ছোট ঘটনা। এগুলো সংগঠিত কিছু নয়, ধর্মীয় কিছুও নয়। এ ধরনের বিষয়কে যেন শুরুতেই দমন করতে পারি, সে জন্য সবাইকে তৎপর থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর