বাংলাদেশের আট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ মে) আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় । পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া এবং বরিশাল অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম
দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া
বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২
নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সকাল ৯
টা থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে তাপপ্রবাহ নিয়ে বলা
হয়, বৃহস্পতিবার (১৬ মে) রংপুর, রাজশাহী,
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট
বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে
পারে। এছাড়া, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য
বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবিরাজ করতে পারে।
বর্ধিত পাঁচদিনে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে
এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
Your blog consistently captivates me throughout. I cannot stop reading before absorbing every word you write.