নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের সলঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সামাদ আলী সরকার (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগষ্ট) রাতে মাছিয়াকান্দি গ্রাম থেকে মৃত সোলায়মান সরকারের ছেলে ধর্ষক সামাদ আলীকে গ্রেফতার করা হয়।
থানায় অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করে। সেই সুবাদে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার মাছিয়া কান্দী নানা বাড়ী থেকে লেখাপড়া করে।
বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুটি হলে আসার পথে একটি শ্যালো মেশিন ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। ধর্ষণের পরে শিশুটি বাসায় এসে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ রাতেই ধর্ষককে গ্রেফতার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে। আসামি সামাদ আলী সরকারকে গ্রেফতার করে শনিবার জেলহাজতে প্রেরন করা হয়েছে।