নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্তরে কুতুবেরচরের অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি। সোমবার (১১ আগস্ট) বিকেল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
বক্তারা জানান, নিউ টাউন মৎস্য আড়ৎটি দীর্ঘদিন ধরে সরকারকে নিয়মিত রাজস্ব প্রদান করে আসছে। প্রতি বছরের বৈশাখ মাসে হাট ডাক ও ইজারা হয়ে থাকে প্রায় এক কোটি আটাত্তর লাখ টাকায়, যা থেকে সরকার বিপুল রাজস্ব আয় করে। অথচ কুতুবেরচর মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে অবৈধভাবে পরিচালিত হচ্ছে—যেখান থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এর ফলে বৈধ আড়ৎটি কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
এ সময় বক্তারা অবৈধ আড়ৎ বন্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপের আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ-যৌথ সম্পাদক মেহেদী হাসান ডিউক, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক শাহারিয়ার মামুন রাজুসহ এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
230afc
3kf00t
I every time used to read post in news papers but now as I am a user of net thus from
now I am using net for articles or reviews, thanks to web.