রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্র শিবিরের সংবর্ধনা সিরাজগঞ্জে পুলিশি চাঁদাবাজি-হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ দীর্ঘ প্রতীক্ষার অবসান: স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উল্লাপাড়ায় তাঁতশিল্প কারখানায় সন্ত্রাসী হামলা আহত ৩, গ্রেপ্তার ৩ ত্যাগী ও সংগ্রামীদের মূল্যায়নে নতুন কমিটি পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাদ্রাসার ১০০ শিশু-কিশোরের সঙ্গে মধ্যাহ্নভোজে আবেগাপ্লুত বিএনপি নেতা এনামুল হক তাড়াশে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্থায়ী ক্যাম্পাস দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত তাড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে পেল ২ হাজার মানুষের চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক >> / ১৫৯ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৩:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। তারই ধারাবাহিকতায় ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নবনির্মিত চর গুদুলি হাসপাতাল প্রাঙ্গণে আজ এক ব্যতিক্রমী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত এই চরাঞ্চলে সেনাবাহিনীর এ উদ্যোগ যেন আক্ষরিক অর্থেই আশীর্বাদ হয়ে আসে। সকাল থেকেই প্রান্তিক জনগণ দলে দলে চিকিৎসা নিতে ভিড় করেন ক্যাম্পেইন স্থলে। দিনব্যাপী চলা এ কার্যক্রমে প্রায় ২ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধও পান।

ক্যাম্পেইনে মেডিসিন, প্রসূতি রোগ, দন্ত চিকিৎসা এবং নাক-কান-গলা রোগের অভিজ্ঞ বিশেষজ্ঞগণ সেবা প্রদান করেন। এ অঞ্চলের অসহায় ও গরিব মানুষের মুখে এমন আয়োজন এনে দেয় স্বস্তি ও কৃতজ্ঞতা।

চিকিৎসা নিতে আসা অনেকেই জানান, এক বছর আগে নির্মিত হলেও চর গুদুলি হাসপাতালটি এখনও চালু হয়নি। চিকিৎসা সেবা ও সুযোগ-সুবিধার অভাবে এখানকার মানুষ এক প্রকার অসহায় জীবন যাপন করছেন। সেনাবাহিনীর এই কার্যক্রম তাই তাদের কাছে পরম পাওয়া।

স্থানীয় এক বৃদ্ধা বলেন, সেনাবাহিনী যদি না আসত, এই বয়সে এত দূরে চিকিৎসা নিতে যাওয়ার সামর্থ্য আমাদের নেই। ওরাই আমাদের ভরসা।

১১ পদাতিক ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে। মানবিক সহায়তা আমাদের অন্যতম অঙ্গীকার। ভবিষ্যতেও আরও এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী যে শুধু রণাঙ্গনের শক্তি নয়, বরং মানুষের সুখ-দুঃখের সাথী-এই মেডিকেল ক্যাম্পেইন সেটারই জীবন্ত প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর