রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাড়াশে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্র শিবিরের সংবর্ধনা সিরাজগঞ্জে পুলিশি চাঁদাবাজি-হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ দীর্ঘ প্রতীক্ষার অবসান: স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উল্লাপাড়ায় তাঁতশিল্প কারখানায় সন্ত্রাসী হামলা আহত ৩, গ্রেপ্তার ৩ ত্যাগী ও সংগ্রামীদের মূল্যায়নে নতুন কমিটি পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাদ্রাসার ১০০ শিশু-কিশোরের সঙ্গে মধ্যাহ্নভোজে আবেগাপ্লুত বিএনপি নেতা এনামুল হক তাড়াশে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্থায়ী ক্যাম্পাস দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত তাড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাড়াশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির লটারি অনুষ্ঠিত হবে আগামীকাল

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >> / ১৫৫ ভিউ:
আপডেট সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ

লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য অধিদপ্তরের ওএমএস (ওপেন মার্কেট সেল) এবং খাদ্যবান্ধব (Fair Price) কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগের লক্ষ্যে আগামীকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় স্বচ্ছ লটারি অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হবে।

ডিলার নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। লটারি অনুষ্ঠিত হবে স্বচ্ছ ব্যালট বক্সের মাধ্যমে, যাতে অংশগ্রহণকারী প্রার্থীদের কারো প্রতি পক্ষপাতিত্ব না হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন, তদবির, সমঝোতা বা দুর্নীতির সুযোগ নেই। সকল অংশগ্রহণকারীকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন জানান, “ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্পআয়ের জনগণের মাঝে কম মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা হয়। এই কর্মসূচি বাস্তবায়নে ডিলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।

সতর্ক বার্তা: কোনো ধরণের অনৈতিক প্রভাব বিস্তার, ঘুষ বা সুপারিশের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

৫ responses to “তাড়াশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির লটারি অনুষ্ঠিত হবে আগামীকাল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর