নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের তাড়াশের গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামানকে কলেজের দায়িত্ব পালনে বাধা , হুমকি প্রদান ও বেআইনি ভাবে সাময়িক বহিষ্কারের অভিযোগ উঠেছে কলেজে পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিমের বিরুদ্ধে।
আব্দুর রহিম গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের পত্র সম্পর্কে অবগত থাকার পর ও ক্ষমতার অপব্যবহার করে বিধি বহির্ভূতভাবে বেআইনি ও অবৈধ ভাবে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আসাদুজ্জামান ও প্রতিষ্ঠাতা সদস্য নওজেস আলী বিদ্যামান থাকা সত্ত্বে ও প্রতিষ্ঠাতাকে না জানিয়ে এবং তাদের কোন প্রকার স্বাক্ষর না নিয়ে এডহক কমিটির সভাপতির নিজস্ব লোক ফেরদৌস রহমানকে গত ১৮.১১.২৪ সালে হিতৈষী ও সকল শিক্ষকের মতামত উপেক্ষা করে কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ ইসমাইল হোসেনকে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন দেন।
অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আসাদুজ্জামান মোকাম সহকারী জজ আদালত তাড়াশ ২৭/২০২৫ মোকাদ্দমা দায়ের করেন অত্র মামলার বিষয়ে ১-৫ বিবাদী গন লোক মারফত অবগত হওয়া পর গত ২০.০২২৫ তারিখে
অধ্যক্ষকে কলেজে প্রবেশে বাধা প্রদান করেন। আদালত ৫/৫/২৫ কলেজের অধ্যক্ষকে ২৩/২.২৪ তারিখের বরখাস্তের সিদ্ধান্ত ক্ষমতা বহির্ভুত এবং আইন সিদ্ধ নয় মর্মে আদেশ প্রদান করেন।
আদেশের পর বিগত দিন ও বর্তমানে অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা হুমকি প্রদান করেন এমন অভিযোগ কলেজের শিক্ষক ও কর্মচারীদের।কলেজের উপাধ্যক্ষ আবুল কালামের নিকট জানতে চাওয়া হয় আদালতের আদেশের পর আপনি কেন দায়িত্ব পালন করছেন তিনি বলেন নিয়ম-কানুন মেনেই কাজ করছি।
এ ব্যাপারে কলেজের সভাপতি আব্দুর রহিম বলেন,কারণ দর্শনের সন্তোষজনক জবাব না দেওয়া অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করে উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে।
imovxz