কালের বেলা ডেস্ক >>
পাবনা জেলার সাংবাদিকতা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, প্রগতিশীল ও সাহসী সাংবাদিকতার প্রতীক এবিএম ফজলুর রহমানের আজ জন্মদিন। পাবনাসহ দেশের মফস্বল সাংবাদিকতায় যিনি রেখেছেন এক অনন্য দৃষ্টান্ত, যিনি শুধুই একজন সংবাদকর্মী নন-তিনি একজন সংগঠক, মানবাধিকারকর্মী, দুর্নীতিবিরোধী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী এবং জনস্বার্থ রক্ষায় সোচ্চার কণ্ঠস্বর।
১৯৬৯ সালের ৩০ জুন বৃহত্তর পাবনা জেলার বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবিএম ফজলুর রহমান। তার পিতা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক নূরুল হুদা মিয়া এবং মাতা ছিলেন মরহুমা হামিদা খাতুন।
ছাত্রাবস্থাতেই সাংবাদিকতায় হাতেখড়ি হয় ফজলুর রহমানের। রংপুর কারমাইকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় স্থানীয় দৈনিক ‘দাবানল’-এ কাজের মধ্য দিয়ে শুরু হয় তার সাংবাদিকতা যাত্রা। পরবর্তী সময়ে তিনি দৈনিক রানার, নব অভিযান, দেশ, ইউএনবি, এপিবি, যুগান্তর, এনটিভি, সমকালসহ দেশ-বিদেশের বহু গণমাধ্যমে সফলভাবে কাজ করেছেন।
বর্তমানে তিনি দৈনিক সমকালের পাবনা অফিসের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি এনটিভি ও বিডিনিউজ২৪ ডটকমের পাবনা প্রতিনিধি হিসেবেও কাজ করে আসছেন। তিনি জার্মান রেডিও ডয়েচে ভেলে এবং রয়টার্স-এর স্ট্রিংগার হিসেবেও কাজ করেছেন।
ফজলুর রহমান ২০০১-২০০৭ পর্যন্ত পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে টানা তিন মেয়াদে নির্বাচিত হন, যা ইতিহাসে বিরল দৃষ্টান্ত। পরবর্তীতে তিনি দুই মেয়াদে প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন।
পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি হিসেবে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। ১৯৯৪ সালে তিনি “পিপ (People Interested Press)” নামক সংবাদ সংস্থা প্রতিষ্ঠা করেন, যা দেশের ৬০০’র অধিক আঞ্চলিক পত্রিকায় সংবাদ সরবরাহ করে। তিনি পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালক এবং এফবিসিসিআই-এর জেনারেল বডির সদস্য।
সাংবাদিকতা ছাড়াও তিনি ভোক্তা অধিকার, দুর্নীতিবিরোধী কার্যক্রম ও মানবাধিকার সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন পাবনা শাখার সাধারণ সম্পাদক।
পারিবারিক জীবনে তিনি মাহবুবা রহমান কাজল এর স্বামী। দম্পতির দুই পুত্র-এবিএম ফারিব রহমান ও এবিএম ফাইয়াজ রহমান-শিক্ষাজীবনে কৃতিত্বের সঙ্গে অগ্রসরমান।
সাংবাদিক এবিএম ফজলুর রহমানের জন্মদিনে পাবনার সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার নিরলস কর্মধারা দেশের সাংবাদিকতা জগতে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকুক-এই প্রত্যাশাই সকলের।