লুৎফর রহমান >>
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রাশিদুল ইসলাম (৪০) নামে এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ পৌরসভার আসানবাড়ী এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশিদুল ইসলাম তাড়াশ পৌরসভার ওয়াবদা বাঁধ এলাকার বাসিন্দা এবং আব্দুল কাদের তুফানের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ চালক ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি গলায় ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত ছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে ঝোপে ফেলে রেখে গেছে।
নিহতের মা আকলিমা খাতুন ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেল থেকে রাশিদুল ইসলাম নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির অদূরে আসানবাড়ী এলাকার একটি ঝোপে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা তাড়াশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি মো. জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে বলে তিনি জানান।