শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা: প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ২১ বিএনপি“র দু পক্ষের হাতাহাতিতে তাড়াশের গোনতা আলীম মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা পন্ড সলঙ্গায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ তাড়াশে নৃত্য শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সিরাজগঞ্জে নিজের মাথা কেটে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ তাড়াশে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় বোখাটে যুবক গ্রেফতার উল্লাপাড়ায় একই দিনে দুই বাইক দুর্ঘটনায় মৃত্যু, প্রশ্ন নিরাপত্তা নিয়ে তাড়াশে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তাড়াশে নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত আরও দুইজন

নিজস্ব প্রতিবেদক >> / ৮০ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নয়নগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার কাশিনাথপুর এলাকার বাসিন্দা মাইক্রোবাসচালক বাবলু (৩৮) এবং যাত্রী মানিক হোসেন (৪০)। তাঁরা সম্পর্কে আত্মীয় ছিলেন বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিবরণ

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নগরবাড়ি বন্দর থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। রাতের নির্জনতায় নয়নগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, মাইক্রোবাসটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক বাবলু এবং যাত্রী মানিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের প্রতিক্রিয়া

ওসি আব্দুর রউফ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি গাড়ির উচ্চ গতি ও রাতের অন্ধকারে দৃশ্যমানতা কমে যাওয়া এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাঁরা দীর্ঘদিন ধরেই নয়নগাতি এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে আসছেন। তাদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও সতর্কতামূলক সাইনবোর্ডের অভাব রয়েছে।

মরদেহ হস্তান্তর ও আইনি ব্যবস্থা

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর