নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নয়নগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার কাশিনাথপুর এলাকার বাসিন্দা মাইক্রোবাসচালক বাবলু (৩৮) এবং যাত্রী মানিক হোসেন (৪০)। তাঁরা সম্পর্কে আত্মীয় ছিলেন বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার বিবরণ
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নগরবাড়ি বন্দর থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। রাতের নির্জনতায় নয়নগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, মাইক্রোবাসটি প্রায় দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক বাবলু এবং যাত্রী মানিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের প্রতিক্রিয়া
ওসি আব্দুর রউফ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি গাড়ির উচ্চ গতি ও রাতের অন্ধকারে দৃশ্যমানতা কমে যাওয়া এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তাঁরা দীর্ঘদিন ধরেই নয়নগাতি এলাকায় নিয়মিত সড়ক দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে আসছেন। তাদের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও সতর্কতামূলক সাইনবোর্ডের অভাব রয়েছে।
মরদেহ হস্তান্তর ও আইনি ব্যবস্থা
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।