লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইসলাম ধর্মের পবিত্র ব্যক্তিত্ব ও বিশ্বাস নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জয় কুমার ঘোষ (৩৫) নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে পাবনার ফরিদপুর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তিনি তাড়াশ পৌরসভার গোবিন্দ মন্দির এলাকার বাসিন্দা এবং শঙ্কর ঘোষের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে চৈত্র সংক্রান্তি উপলক্ষে তাড়াশ মহাশ্মানে আয়োজিত পূজা অনুষ্ঠানে মন্ত্রপাঠ চলাকালে ইসলাম ধর্ম সম্পর্কিত অবমাননাকর মন্তব্য করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার পরপরই অভিযুক্ত জয় কুমার ঘোষকে ফরিদপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, জয় কুমার ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫ ও ২৯৫(ক) ধারায় ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
7pr37t
ect0ob
8emssf
6hclsv
o8gjvn
8yg7nt
p9jmwt
u9diw0
I haven’t checked in here for a while since I thought it was getting boring, but the last several posts are good quality so I guess I’ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂
m50ql3
qwrwt3
ncbhvq
8akckn
t0zbut
wzd8kf
Hi, Neat post. There’s a problem with your web site in internet explorer, would test this… IE still is the market leader and a good portion of people will miss your fantastic writing because of this problem.