রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জে জোরপূর্বক জমি দখল ও গৃহবধূ নির্যাতন: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন তাড়াশে জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্র শিবিরের সংবর্ধনা সিরাজগঞ্জে পুলিশি চাঁদাবাজি-হয়রানির প্রতিবাদে মহাসড়ক অবরোধ দীর্ঘ প্রতীক্ষার অবসান: স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উল্লাপাড়ায় তাঁতশিল্প কারখানায় সন্ত্রাসী হামলা আহত ৩, গ্রেপ্তার ৩ ত্যাগী ও সংগ্রামীদের মূল্যায়নে নতুন কমিটি পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাদ্রাসার ১০০ শিশু-কিশোরের সঙ্গে মধ্যাহ্নভোজে আবেগাপ্লুত বিএনপি নেতা এনামুল হক তাড়াশে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্থায়ী ক্যাম্পাস দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধ তাড়াশে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক >> / ১৪২ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বহুল আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

শনিবার (২২ মার্চ) র‌্যাব-১২-এর সদর দপ্তরের কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের সুরুজ্জামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) এবং আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)।

ঘটনা ও গ্রেফতার অভিযান

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ মার্চ রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২-এর একটি বিশেষ দল বৈকুণ্ঠপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করে।

এর আগে, ১৬ মার্চ রাত ১০টা ১০ মিনিটে বৈকুণ্ঠপুর বাজার এলাকা থেকে চাচা-ভাতিজা রিয়াজ উদ্দিন শেখ ও হৃদয় শেখ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ১৭ মার্চ রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে, ২০ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধানগড়া-পাঙ্গাসী সড়কের বৈকুণ্ঠপুর দক্ষিণে ভেড়াদহ ব্রিজের নিচে কচুরিপানার মধ্যে অর্ধগলিত অবস্থায় তাদের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এই হত্যাকাণ্ড সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে, র‌্যাব-১২-এর দ্রুত অভিযানের ফলে ক্লুলেস (কোনো সুস্পষ্ট প্রমাণবিহীন) এই মামলার প্রধান আসামিসহ তিনজনকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর