কালের বেলা ডেস্ক >>
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বড়মনোহারা গ্রামে একটি লক্ষ্মী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) রাতে দুষ্কৃতিকারীরা স্বপন রায়ের বাড়িতে অবস্থিত পুরাতন লক্ষ্মী মন্দিরে ঢুকে প্রতিমার মাথা ভেঙে নিয়ে যায়।
স্থানীয়দের মতে, স্বপন রায় দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে বড়মনোহারা গ্রামের হিন্দু সম্প্রদায়ের সঙ্গে লক্ষ্মী পূজা পালন করে আসছেন। তবে এবারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মন্দিরের সেবায়েত স্বপন রায় জানান, রাতের দিকে শব্দ শুনে মন্দিরের দিকে এগিয়ে গেলে তিনি একজন ব্যক্তিকে পালিয়ে যেতে দেখেন। তবে দুষ্কৃতকারীর পরিচয় শনাক্ত করতে পারেননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
উল্লাপাড়া পূজা উদযাপন কমিটির সংগঠনিক সম্পাদক সাধন কুমার সরকার জানান, প্রতিমা ভাঙচুর তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তিনি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে মন্দির কমিটির সভাপতি বিপুল সরকার এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এ বিষয়ে দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মোতালেবও দুঃখ প্রকাশ করে বলেন, দুষ্কৃতকারী যেই হোক, তাকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা উচিত। দলীয়ভাবে বিষয়টি তদন্ত করে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করা হবে।
উল্লাপাড়া-তাড়াশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, পুলিশের একটি দল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।