কালের বেলা ডেস্ক >>
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে উত্তোলিত বালুর স্তুপে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল এলাকার হাফিজার রহমানের মেয়ে তন্নী (৯) এবং হাফিজার রহমানের বোনের মেয়ে অনিকা (৮)। তারা পরস্পর মামাতো-ফুপাতো বোন।
তন্নীর মামা জাহাঙ্গীর হোসেন রাকিব জানান, স্থানীয় বালু ব্যবসায়ীরা যমুনা নদী থেকে বালু উত্তোলন করে পাইপের মাধ্যমে ওই স্থানে স্তুপ করে রেখেছিল। এতে ব্যাপক পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অসতর্ক অবস্থায় সেই পানিতে পড়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
I didn’t consider about the subject matter from this perspective previously. Your unique perspective is stimulating.
I love how you analyze complex ideas into simple and understandable parts.