লুৎফর রহমান,নিজস্ব প্রতিবেদক >>
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ পৌর শাখার ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিক সম্পাদক আবু তাহের মন্ডল নির্বাচিত হয়েছেন।
রবিবার ১৫ ডিসেম্বর বিকেলে জাহাঙ্গীরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক ও মোঃ আবু তাহের মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি’র নেতা মোজাম্মেল হক।
কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক এবং তাড়াশ সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব বিশিষ্ট ব্যবসায়ী মেয়র পদ প্রার্থী আব্দুল বারিক খোন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান,
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, হাফিজুর রহমান,বিএনপি নেতা অধ্যাপক আব্দুল হাকিম,প্রভাষক আবুল কাদের, রাশিদুল ইসলাম রাশু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম তোতা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ফরহাদ আলী মাষ্টার, সদস্য সচিব লিখন আহম্মেদ, তাঁতি দলের সভাপতি শরিফুল ইসলাম,যুবদল নেতা রিপন, আমিনুল ইসলাম আমিন সোহেল রানা, এরশাদ আলী, মাসুদ রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সম্পাদক, ছাত্র দল যুবদল , স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুল বারিক খোন্দকার বলেন, দলকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে।পৌর বিএনপির একটি শক্তিশালী সংগঠন।আন্দোলন সংগ্রামে আপনারা পাশে ছিলেন আগামীতে থাকবেন এ কামনা করি।
তপন কুমার গোস্বামী বলেন, দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার সংবিধান স্বীকৃত সব ধরনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আজ সময় এসেছে দেশবাসী তাদের সব ধরনের অধিকার ফিরে পেতে বিএনপির দিকে তাকিয়ে আছে। যারা দীর্ঘদিন দলের বাইরে রয়েছেন তাদের দলে সম্পৃক্ত করতে হবে।
Thank you for taking the time to investigate and compile such valuable data.
I really like looking through an article that will make people think.
Also, many thanks for allowing for me to comment!
I constantly look forward to your fresh and distinctive takes. It keeps me returning for more.