সিরাজগঞ্জের সলঙ্গায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের বসতবাড়ি। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক পরিবার। এখন খোলা আকাশের নিচে তাদের বসবাস।
শনিবার (২৫ মে) রাত্রি ৮:৩০ মিনিটে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল পশ্চিমপাড়া গ্রামের কৃষক আব্দুল মান্নান সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ৫ নাম্বার ওয়ার্ডের মেম্বার রাঙ্গা খন্দকার (কালের বেলাকে) বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত্র হয়। এরপর আগুন ছড়িয়ে পড়লে দ্রুত সময়ের মধ্যে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
কৃষক মান্নান জানান, আমার গোয়াল ঘর থেকে বৈদ্যুতিক ফ্যান বাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয় এবং তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে আমার পাঁচটি রুম পুড়ে ছাই হয়ে যায় ও আমার ছেলের বইয়ের ছয় ভরি স্বর্ণালংকার,১০ মন ধান, ৫০ হাজার টাকা এবং জমির দলিল সহ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আমার প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষক মোঃ মেহেদি হাসান জানান, শনিবার রাত্রি ৮:৩০ মিনিটে মান্নান সরকারের গোয়াল ঘর থেকে বৈদ্যুতিক ফ্যান বাস্ট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে সেই আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বসতঘরসহ ঘরে থাকা আসবাপত্র, ১০ মণ ধান,৬ ভরি স্বর্ণ অলংকার, নগদ ৫০ হাজার টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক পরিবার।
প্রতিবেশীরা জানান, আবদুল মান্নান একজন কৃষক। আজ তার সারাজীবনের কষ্টে অর্জিত সম্পদ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেল। এখন তিনি খোলা আকাশের নিচে রয়েছেন।
তাড়াশ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোঃ তানভীর বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ এক ঘন্টা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।