সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের এক দিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ১২ মে দুপুরে উপজেলার জালালপুর গ্রামের একটি গর্তে জমে থাকা পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের ছেলে আবু বক্কার ৪ ও ইয়ামিন হোসেনের ছেলে ইয়াসিন ৫। নিহত শিশুরা সম্পর্কে খালাতো ভাই।
নিহত শিশু আবু বক্কারের চাচা মামুন জানান, গত শনিবার ওই দুই শিশু তাদের মায়েদের সঙ্গে জালালপুর গ্রামে মায়েদের মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। বাড়ির পাশে বালুর স্তূপে ওই দুই শিশু খেলা করার সময় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। এরপর এনায়েতপুর থানা পুলিশকে জানানো হয়।
রবিবার দুপুরে বাড়ির পাশের একটি খাদে জমে থাকা পানিতে শিশু দুটির মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত দুই শিশুর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।