একদিন বিরতি দিয়ে রাজধানী ঢাকায় ফের ঝড়-বৃষ্টি হয়েছে। শনিবার সকালে যেন সন্ধ্যার আঁধার নেমে আসে, কালবৈশাখী ঝড়ের সঙ্গে হয়েছে বৃষ্টি।
শনিবার ভোর হওয়ার আগেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে। সকাল ৭টা পার হতেই যেন সন্ধ্যার আঁধার নেমে আসে নগরে।
শুরু হয় মেঘের গর্জন আর তুমুল বৃষ্টি। যদিও শনিবারের সকালে ঢাকার সড়ক ছিল ফাঁকা। তবে তুমুল ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কাজে-কর্মে বের হওয়া মানুষ।
এরসঙ্গে মুহুর্মুহু বজ্রপাত, বয়ে যায় জোরালো বাতাস।
সকাল ৭টায় আকাশে জমতে শুরু করা মেঘ বৃষ্টি হয়ে ঝরতে থাকে পৌন আটটার দিকে।
এর আগে শুক্রবার মোটামুটি ঢাকার আবহাওয়া শুষ্কই ছিল। যদিও এর আগের দিন সামান্য বৃষ্টি হয়েছিল।
Your post is thought-provoking and challenging. Thanks for sharing your original perspective on this topic.
Excellent website. Plenty of helpful info here. I am sending
it to several friends ans also sharing in delicious. And certainly,
thanks to your sweat!