শাহরিয়ার মোর্শেদ সিরাজগঞ্জ >>
দেশের চলমান ৮০ টি পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকদের বিদ্যুৎ ব্যাবস্থা চালু রেখে শান্তিপূর্ণ কর্মবিরতি আন্দোলনের অংশ হিসাবে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ উল্লাপাড়ায় সদর দপ্তর অবস্থিত চত্বরে সমিতির কর্মচারী ও কর্মকর্তারা কর্মবিরতি সমাবেশে অংশ নেয়।
এ কর্মবিরতির ৫ম দিনের সমাবেশে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মচারী ও কর্মকর্তারা বলেন, দেশের মানুষের বিদ্যুৎ সরবরাহ চালু রেখে আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মবিরতি সমাবেশ চালিয়ে যাচ্ছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোডের দাবীতে আমাদের কর্মবিরতি চলমান রয়েছে। এ সমাবেশর নেতৃবৃন্দ আরও বলেন, এক এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন হলে, চুক্তি ভিত্তিক, কাজ নাই মজুরি নাই,লাইন শ্রমিক ইত্যাদি নামে জনবল নিয়োগের নামে সমিতির সাংগঠনিক কাঠামো ভেঙ্গে অধিকতর দক্ষ জনবল সমূহকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোডের দাবীতে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর সহ । সকল দপ্তরে স্মারক লিপি পাঠিয়েছেন।