নিজস্ব প্রতিবেদক >>
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক জনসভা শেষে ফেরার পথে দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার পর জেলার পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় আজ বুধবার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেসসচিব জানান, “গোপালগঞ্জে আজ রাত ৮টা হতে আগামীকাল ১৭ জুলাই বিকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।”
এর আগে, দুপুরে পরিস্থিতির অবনতি হওয়ায় জেলার কয়েকটি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় এবং নিরাপত্তা জোরদারে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির জনসভা শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা রাজধানীর উদ্দেশে রওনা হলে পথে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এ হামলায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।
এনসিপির দাবি, এ হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এখনো sporadic সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গোপালগঞ্জের সাধারণ জনগণ পরিস্থিতির দ্রুত শান্তিপূর্ণ সমাধান কামনা করছে।
lld2qp
pjzcp6
vmnz7i
8sgnp6