নিজস্ব প্রতিবেদক >>
সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি কাজে সহযোগিতার নামে সাধারণ মানুষের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে ভূমি অফিসের এক সার্ভেয়ারের বিরুদ্ধে। টাকা নেওয়ার পরও কাজ না করায় এবার প্রকাশ্যেই সেই টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। ইতোমধ্যে শুরু হয়েছে প্রশাসনিক তদন্ত।
উপজেলার করশালিকা গ্রামের বাসিন্দা মো. গোলাম হোসেন অভিযোগ করে বলেন, স্থানীয়ভাবে গ্রামবাসীর উদ্যোগে করশালিকা ও চরধুনাইল গ্রামের মধ্যকার রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এজন্য নদী খননের বালু প্রয়োজন ছিল। সেই কাজে অনুমোদনের জন্য শাহজাদপুর ভূমি অফিসের সার্ভেয়ার মো. জাকিরুল ইসলামের দ্বারস্থ হন তারা।
কিন্তু সরকারি কর্মচারী হয়ে সরকারি দায়িত্ব পালন না করে উল্টো তিনি প্রতিবেদন দিতে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন বলে অভিযোগ করেন গোলাম হোসেন।
গ্রামের মানুষের প্রয়োজনে বাধ্য হয়ে টাকা দিয়েছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তিনি টাকা নিয়েও কাজ করেননি, বলেন অভিযোগকারী গোলাম হোসেন। পরে নিরুপায় হয়ে গত ২৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত সার্ভেয়ার জাকিরুল ইসলাম বলেন, ‘আমি কারও কাছ থেকে কোনো টাকা নেইনি।
ঘটনার সত্যতা যাচাইয়ে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। তিনি বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি তদন্ত করছেন। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতির এমন অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা দ্রুত অভিযুক্তের বিচার ও দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনের দাবি জানিয়েছেন।
4p9jt8
qzyp8d
nxyyan
prisjm
lvp6t5
tpzi48
detiy2
jcfurg
9k561m
ty5ll7
7ubk34
du1ppc
Hey there, You have done a fantastic job. I’ll certainly digg it and individually recommend to my friends. I am confident they’ll be benefited from this site.
kshrvo
9olw86