লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>
সিরাজগঞ্জের তাড়াশে টহলরত পুলিশের উপর ইটপাটকলে নিক্ষেপ করায় পুলিশের দুই উপ পরিদর্শক আহত হয়েছেন। এ সময় ট্রাক যোগে দুষ্কৃতকারীরা পুলিশ ও জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময়, পুলিশের অপর টহল পার্টি পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে করে পিকআপ ভ্যানটি সামনের অংশের বাম্পার ও হেডলাইট সহ আংশকি ক্ষতগ্রিস্থ হয়েছে।
পরে আহত পুলিশ সদস্য এস আই আলমগীর হোসনে ও এস আই শাহ আলম কে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে তিন টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি মো: জিয়াউর রহমান।
বৃহস্পতবিার ( ২৯ মে ) এ ঘটনা সহ তাড়াশে আইন শৃঙ্খলা পরস্থিতিস্থি অবনতি নিয়ে উপজলো মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপস্থতি সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র জানায়, ট্রাক নিয়ে ৫/৭ জনের একদল দুষ্কৃতকারী গভীর রাতে তাড়াশ উপজলোর নওগাঁ হাটে প্রবশে কর। সেখানে বাজার ডিউটিরত লোকজনের সন্দেহ হলে তারা তাড়াশ স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্থানীয়রা জোটবদ্ধ হয়ে ট্রাকে অবস্থানরত লোকজনকে জীজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে তাদের উপর ইটের টুকরা নিক্ষেপ করে মাজার রোড ধরে ট্রাক নিয়ে দ্রুত খালকুলা হাইওয়ের দিকে যাওয়ার চেষ্টা করে।
এ ঘটনা তারা পুলিশ কে জানালে, নওগাঁ ইউনিয়নের মোটর সাইকেেল পুলিশের একটি টহল পার্টি ট্রাকে পিছনে ধাওয়া দিয়ে রোস্তম মোড়ে ট্রাকটি আটকানোর চেষ্টা করলে, দুষ্কতকারীরা তাদরে উপর ইটের টুকরা নিক্ষেপ করলে মোটর সাইকেেল অবস্থানরত তাড়াশ থানা পুলিশের এসআই মো: আলমগীর হোসনে ও এসআই মো: শাহ আলম আহত হোন। এ সময় ট্রাকটি পুলিশের মোটর সাইকেল পর্টি কে চাপা দিতে চেষ্টা করে,সেখানে থেকে দ্রুত গতিতে খালকুলা হাইওয়ে ওঠার চষ্টো করে। সেখানে অবস্থানরত পুলিশের অপর টহলর্পাটি বাধা দেবার চেষ্টা করলে তারা পুলিশের পিকআপ ভ্যান কে সজোরে ধাক্কা দিয়ে বনপাড়ার দিকে পালেিয় যায়। তবে এ ঘটনায় পুলিশের কেউ আহত হয়নি।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইন চার্জ ( ওসি) মো: জিয়াউর রহমান জানান, তারা ট্রাকটি সনাক্ত করতে কাছিকাটা টোলপ্লাজার সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করছেন।
এ বিষয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরী( জিডি) করা হয়েছে।
উল্লখ্যে, চলতি মাসে তাড়াশ উপজেলায় হত্যা, চুরি ডাকাতি বেড়েছে।
78gc7h