কালের বেলা ডেস্ক >>
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় কৃষি বিভাগের উদ্যোগে খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দুই শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এক আয়োজনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন সুমী। তিনি বলেন, “সরকারি এই প্রণোদনা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং পাটচাষে উৎসাহিত করবে।”
প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের পাটবীজ, ৫ কেজি এমওপি সার এবং ৫ কেজি ডিএপি সার সরবরাহ করা হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসয়াদ বিন খলিল রাহাত, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাজেদা আক্তার ইতি, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনসহ কৃষি বিভাগের প্রায় ২৫ জন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই প্রণোদনা কর্মসূচি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে সরকারের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, “এই ধরনের সহায়তা আমাদের জন্য অত্যন্ত উপকারি। এতে চাষে আগ্রহ বাড়ে এবং উৎপাদন খরচ হ্রাস পায়।”
উল্লাপাড়ার কৃষি বিভাগের এমন সময়োপযোগী ও কৃষকবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সরকারের কৃষি উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নে স্থানীয় কৃষি বিভাগের এমন নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা সকলের।
vtbmcj
xcver6
i05l0v
er5rfq
20dqh9
065lzb
zm4dn3
q5lp1o
gj6gyz
Very interesting details you have noted, thanks for posting. “Curiosity is the key to creativity.” by Akio Morita.
icyyai
t8m98o
86tm4j
Write more, thats all I have to say. Literally, it seems as though you relied on the video to make your point. You obviously know what youre talking about, why throw away your intelligence on just posting videos to your site when you could be giving us something informative to read?
trqh1u
owt3r9
2b03j3
rdz00o
iv9l2k
8zp6f6
yzowgf
zkpfur
1688mz
d22y1j