লুৎফর রহমান >>
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার উত্তর জনপদ দেশীগ্রাম ইউনিয়নের উত্তরশ্যামপুর মৌজায় মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১ লা জানুয়ারি বুধবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের উত্তরশ্যামপুর মৌজায় মাইশা মারিয়া অটো রাইস মিলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম,তাড়াশ থানা ওসি আসলাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন,সমবায় কর্মকর্তা রেজাউল করিম,তাড়াশ পল্লী বিদ্যুতের সমিতি ১ এর ডিজিএম নিরাপদ দাস, সাবেক চেয়ারম্যান জমসেদ তালুকদার, ,এনআরবিসি ব্যাংকের ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম,মাইশা মারিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব সবুজ তালুকদার, দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহিন আলম ওকিল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে অটো রাইস মিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
নতুন চালু হওয়া রাইস মিলটি ক্ষুদ্র পরিসরে হলেও দেশের শিল্প উন্নয়নের অংশীদার এবং এ মিলে উৎপাদিত উন্নতমানের চাল ভোক্তার উৎকৃষ্ট চাহিদা পূরণ করবে। মিলের উৎপাদিত চাল দেশের বাজারে যেমন গুণগত মানসম্পন্ন হবে তেমনি রফতানি পণ্য হিসেবে বহির্বিশ্বেও অবস্থান সৃষ্টি করবে। তিনি জানান, দৈনিক ১০০ টন উৎপাদন ক্ষমতার এই মিলে প্রতিদিন ১৩০ টন ধান বিক্রি করে কৃষকরাও উপকৃত হবেন।