বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী। এবারও তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। গেলো বছর অক্টোবর মাসে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। এরমধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি। তবে ইচ্ছে ছিলো এরমধ্যে একবার দেশে ফেরার। কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন।এদিকে মৌসুমীর জন্মদিন উপলক্ষ্যে তার ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেও বলে জানান মৌসুমী। তবে এবার দেশে থাকলে দিনটি একটু বেশিই বিশেষভাবে উদযাপিত হতো। এদিকে নিজের জন্মদিন উপলক্ষ্যে তেমন বিশেষ কোনো আয়োজন নেই মৌসুমী। মৌসুমী বলেন, জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনোই পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজা’র খুউব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, ফাইজাকেই সময় দিবো।
This site motivates me to pursue my own interests, thanks.
I admire your talent for making accessible complex ideas into comprehensible portions. Impressive.
This post is a gem that deserves to be shared with a broader audience.
Your commitment and enthusiasm truly stand out in every paragraph you compose. It’s truly inspiring.
k9o1dh