লুৎফর রহমান, তাড়াশ সিরাজগঞ্জ >>
সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিল করেছে তাড়াশ উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগষ্ট )সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার আয়োজনে বিজয় মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির খ. ম. সাকলাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জামায়াত মনোনীত সিরাজগঞ্জ ৩ সংসদীয় আসনের এমপি প্রার্থী প্রফেসর ডঃ মোঃ আব্দুস সামাদ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শাহজাহান আলী,নায়েবী আমীর মাওলানা মোক্তার হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক আব্দুল বাশার, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব, সেক্রেটারি আলী আক্কাস আকাশ , সহকারী সেক্রেটারি এম,এ মাজিদ ,শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি সাংবাদিক আব্দুল বারিক,পৌর যুব জামায়াতের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আজিজুল হক প্রমুখ।
8yg507
unkcz1
I am sure this post has touched all the internet people, its really really
pleasant paragraph on building up new blog.
Hi, everything is going fine here and ofcourse every one is sharing data, that’s truly good,
keep up writing.