কালের বেলা ডেস্ক:
সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সদরের আংশিক) সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কণক চাঁপা তার বক্তব্য প্রদানকালে সেলিম রেজার সমর্থকদের তোপের মুখে পড়েন। সমর্থকরা তাকে “ভুয়া ভুয়া” বলে শ্লোগান দিতে থাকেন এবং পরে “সেলিম ভাই, সেলিম ভাই” বলে সমর্থন জানাতে দেখা যায়।বক্তব্য শেষে কণক চাঁপার গাড়িও অবরুদ্ধ করে রাখে সেলিম সমর্থকরা। পরে সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যদের হস্তক্ষেপে তার গাড়ি নিরাপদে বের করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
আলোচনা সভায় উত্তেজনা
বুধবার (৫ মার্চ ২০২৫) বিকেলে কাজিপুরের আলমপুর চৌরাস্তায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুজিবুর রহমান লেবুর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ভিপি শামীম খাঁন।
সভায় আরও উপস্থিত ছিলেন:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা রকিবুল করিম খাঁন পাপ্পু সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কণক চাঁপা কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম
বক্তব্যে বাধা ও উত্তেজনা
বক্তব্য প্রদানকালে রুমানা মোর্শেদ কণক চাঁপা বলেন, “বিগত সময়ের মতো আর পকেট কমিটি করা চলবে না।” তার এই মন্তব্যের সঙ্গে সঙ্গে সেলিম রেজার সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন এবং “ভুয়া ভুয়া” বলে শ্লোগান দিতে থাকেন। পরে তারা “সেলিম ভাই, সেলিম ভাই” বলে সমর্থন জানাতে থাকেন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, নাজমুল ইসলাম কণক চাঁপার মাইক্রোফোন নিয়ে সেলিম সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তারা কর্ণপাত না করলে সভার পরিচালক ভিপি শামীম মাইক্রোফোন হাতে নিয়ে বলেন, “সেলিম ভাই, আপনার লোকজনকে শান্ত হতে বলুন। আমরা জেলা নেতৃবৃন্দ জেলা থেকে এসেছি। যদি শান্ত না হন, তাহলে আমরা চলে যাব।”এই বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে কণক চাঁপাকে পুনরায় বক্তব্যের সুযোগ দেওয়া হয়। তখন তিনি বলেন, “বক্তব্যে ভুল হলে আমি দুঃখিত। আমি একজন শিল্পী মানুষ, সংসার ছেড়ে এসেছি, কাজিপুরের জন্য ভালো কিছু করতে চাই।”
গাড়ি অবরুদ্ধের ঘটনা
আলোচনা শেষে কণক চাঁপা গাড়িতে ওঠার পর সেলিম রেজার সমর্থকরা তার গাড়ি আটকে রাখেন। পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খাঁন পাপ্পু এবং ভিপি শামীমের হস্তক্ষেপে গাড়িটি নিরাপদে বের করে দেওয়া হয়।
নেতাদের প্রতিক্রিয়া
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুজিবুর রহমান লেবু এই ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত” বলে মন্তব্য করেছেন।
এছাড়া, বিএনপির আলোচনা সভায় গাড়িবহর নিয়ে অংশগ্রহণ নিষিদ্ধ থাকলেও, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা গাড়িবহর ও মোটরসাইকেল বহর নিয়ে সভায় অংশগ্রহণ করেন। এই ঘটনা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
I’ve added your webpage to my bookmarks; keep up the fantastic work!
I appreciate your ability to simplify complex ideas into easily understandable parts. Well done!
d3fv69
mkxqbw
tf2nf9
rjjqo7
g01loi
8anu5n
16k02g
nt6tw3
nbhsz8
6kqbja
v6teq9
Hmm it looks like your website ate my first comment (it was super long) so I guess I’ll just sum it up what I wrote and say, I’m thoroughly enjoying your blog. I too am an aspiring blog writer but I’m still new to the whole thing. Do you have any tips and hints for inexperienced blog writers? I’d definitely appreciate it.
19ln70
xct33a