শুক্রবার , ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

মোঃ তুষার আহমেদ, সলঙ্গা সিরাজগঞ্জ >>

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ ঘটিকায় সলঙ্গা থানার সদস্থ গরু হাট সংলগ্ন মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী সলঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সলঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নূরনবী শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা শ্রমিকদলের সভাপতি আহসান হাবীব।

আরো উপস্থিত ছিলেন সলঙ্গা থানা কৃষকদলের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক  আব্দুস সোবহান,সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক মাহমুদ তারিফ,সলঙ্গা থানা যুবদলের যুগ্ম সম্পাদক সম্পাদক রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা যুবদলের সদস্য কে এম আল আমিন,সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন,ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ,সবুজ, সুমন,জুয়েল রানা প্রমুখ।