শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পুলিশে বড় রদবদল: এসপি ওসি পদে লটারি, বিতর্কিতরা তালিকার বাইরে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

কালের বেলা ডেস্ক >>

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে শুরু হয়েছে ব্যাপক পরিবর্তন। ইতোমধ্যে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) বদলির পর এবার বড় রদবদল আসছে পুলিশ প্রশাসনে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই সারাদেশে পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জ (ওসি) পদে নতুন পদায়ন করা হবে, আর সেই পদায়ন ঘটবে স্বচ্ছভাবে লটারির মাধ্যমে।

জানা গেছে, যেসব কর্মকর্তা মামলামুক্ত, ইমেজ ভালো, গ্রহণযোগ্য এবং দায়িত্ব পালনে সক্ষম বলে বিবেচিত তাদের মধ্য থেকেই লটারিতে নতুন পদায়ন হবে। ফলে যোগ্যতা, পেশাদারিত্ব এবং স্বচ্ছতার ভিত্তিতেই কর্মকর্তা নির্বাচন নিশ্চিত করা হবে।

অন্যদিকে, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সঙ্গে অনৈতিক যোগসাজশ, বিতর্কিত কর্মকাণ্ড বা তদন্তাধীন অভিযোগ রয়েছে এমন এসপি ও ওসিদের কোনো জেলার দায়িত্বে রাখা হচ্ছে না। সম্ভাব্য পদায়নের তালিকা থেকেও তারা বাদ পড়বেন।

সম্প্রতি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচনের প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। প্রশিক্ষণ শেষে একাধিক ধাপে রিহার্সেল আয়োজন করা হবে।

তিনি আরও জানান, নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে বিপুল পরিমাণ ফোর্স পুলিশ ১.৫ লাখ, সেনাবাহিনী ১ লাখ, বিজিবি ৩৫ হাজার, আনসার ৫ লাখ ৫০ হাজার এবং নৌবাহিনীর প্রায় ৪ হাজার ৫০০ সদস্য। সন্ত্রাস নাশকতা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পার্শ্ববর্তী দেশ থেকে সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।