মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রাম থেকে প্রাচীন কষ্টি পাথরের তৈরি একটি শিবলিঙ্গসহ তিনজন পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১২। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাবের প্রাথমিক তথ্যমতে, দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বাড়ির পাশের একটি টিনসেড ঘরে অভিযান চালিয়ে ৯৪ কেজি ওজনের কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। শিবলিঙ্গটির দৈর্ঘ্য বেসসহ প্রায় ১২ ইঞ্চি এবং প্রস্থ ৩৪ ইঞ্চি।

র‌্যাব-১২ এর অপস্ অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তিনজনকে আটক করা হয়। তারা হলেন মো. জাহাঙ্গীর আলম (৫২), মো. শহিদুল ইসলাম (৫২) ও মো. কফিল উদ্দিন (৪৮)। তিনজনই সলঙ্গা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।