সোমবার , ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাড়াশে ভটভটির ধাক্কায় অটোরিকশা চালক ও শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক >>

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নসিমনের ধাক্কায় অটোরিকশা চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে অটোরিকশা চালক মো. হাইফোত হোসেন (৫২)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে একটি গরু বোঝাই নসিমন দ্রুতগতিতে নওঁগা হাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালক হাইফোত হোসেন ও যাত্রী শিশু জনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার পর নসিমনচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়কে অননুমোদিত যানবাহনের বেপরোয়া চলাচলই প্রায়ই এমন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।